তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দল অবশেষে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে। একই সঙ্গে জনতার দল নামের আরেকটি দলও নিবন্ধনের প্রক্রিয়ায় রয়েছে। পুনঃতদন্তের পর এই দুই দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) নীতিগত সম্মতি দিয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, পুনরায় যাচাই-বাছাই করে দেখা গেছে—দুটি দলের জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রম ও স্থায়ী কার্যালয়ের অস্তিত্ব পাওয়া গেছে।
নিবন্ধনের সব শর্ত পূরণ করায় কমিশন তাদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরো বলেন, ‘দল দুটির বিষয়ে কোনো আপত্তি থাকলে তা জানানোর জন্য ৯ ডিসেম্বর পর্যন্ত সময় রেখে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গেজেট প্রকাশ করা হবে।’
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নিবন্ধন না পাওয়ায় আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান নির্বাচন ভবনের সামনে আমরণ অনশনে বসেছিলেন।
টানা অনশনের পর ইসির ইতিবাচক সিদ্ধান্তে অবশেষে দলটি নিবন্ধনের আলো দেখতে যাচ্ছে।
এদিকে ইসির ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন তারেক রহমান। পোস্টে তিনি লেখেন আলহামদুলিল্লাহ, প্রজাপতির সঙ্গে থাকুন। নিজের হাতে তুলে ধরা প্রজাপতির ছবিও শেয়ার করেছেন।
সেই ছবিটিতে ২৮ হাজার রিঅ্যাক্ট ও ৪হাজার ৮০০ কমেন্টে পড়েছে। শেয়ারও করেছেন অনেকে।
এ বিষয়ে তারেক রহমান গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রজাপতি প্রতীকে নিবন্ধন পাচ্ছি। ইসি জানিয়েছে, নিবন্ধনের সব শর্ত আমরা পূরণ করেছি। এখন বিজ্ঞপ্তির পর গেজেট প্রকাশ হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

