মঙ্গলবার,

১৬ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার,

১৬ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

বিজয় সুনিশ্চিত: আইভী, ঘুঘুর ফাঁদ দেখছি: তৈমুর

নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১২, ১৪ জানুয়ারি ২০২২

আপডেট: ১৯:১৯, ১৪ জানুয়ারি ২০২২

Google News
বিজয় সুনিশ্চিত: আইভী, ঘুঘুর ফাঁদ দেখছি: তৈমুর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ দিন আজ শুক্রবার (১৪ জানুয়ারি)। শেষ দিন ভোর থেকেই নির্বাচনের মাঠে নেমে পড়েছেন নৌকা ও হাতি মার্কার দুই মেয়র প্রার্থী।

সকালে নগরীর ২ নং বাবুরাইল শেখ রাসেল লেকপাড় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। অপরদিকে শীতলক্ষ্যা বরফকল এলাকা থেকে দিনের প্রচারণা শুরু করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

দুই প্রার্থীই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন। কুশল বিনিময় করছেন। নিজ নিজ প্রতীকে জনগণের ভোট চাইছেন।

এদিকে গণসংযোগ শুরুর আগে সকালে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাকে পরাজিত করতে অনেক পক্ষ হয়েছে। কীভাবে আমাকে পরাজিত করা যায় তার চেষ্টা অনেকেই করছে। তবে সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত।’

নির্বাচনে সহিংসতার আশঙ্কা আছে কি না এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘আমি সহিংসতার বিপক্ষে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার সম্পর্কে চাচা। আমাদের বাসায় তার অনেক আগে থেকে যাতায়াত রয়েছে। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু ভোটযুদ্ধে আমরা প্রতিপক্ষ।’

আইভী বলেন, ‘সহিংসতা হলে আমারই ক্ষতি হবে। আমার যে কেন্দ্রগুলো জমজমাট, ভোট বেশি, সেখানে অন্যরা সমস্যা করতে পারে। যাতে আমার ভোটাররা কেন্দ্রে না আসতে পারে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি। তারা যেন সজাগ থাকে সেটা বলেছি।’

কেন্দ্রীয় নেতারা নির্বাচন প্রভাবিত করার জন্য এখানে আসছে এমন অভিযোগের জবাবে আইভী বলে, ‘ঢাকা থেকে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে এসেছে তারা। এখানে কোনো ঝামেলা হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণ করছে। তারা আমার জয় নিয়ে শঙ্কিত নয়, কখনো ছিল না। তাই প্রভাবিত করার কিছু নেই।’

আগের নির্বাচনগুলোর চেয়ে এই নির্বাচন কঠিন হবে কি না এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘সবগুলো নির্বাচনই চ্যালেঞ্জিং ছিল। এই নির্বাচনে চ্যালেঞ্জ একটু বেশি। এর বিভিন্ন কারণ রয়েছে।’

অপরদিকে সকালে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের সাম্প্রতিক ‘ঘুঘু ও ঘুঘুর ফাঁদ’ বিষয়ক মন্তব্যের জবাব দিয়েছেন তৈমুর আলম খন্দকার। তিনি বলেছেন, নানকের ওই হুমকির পরই তার প্রধান নির্বাচনী এজেন্টসহ গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ।

তৈমুর বলেন, নির্বাচনে সরকারী দলের পক্ষ থেকে বিভিন্নভাবে বাঁধা সৃষ্টি করা হচ্ছে। তার কর্মীদের ওপর নানাভাবে হয়রাণী করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের