
ফাইল ছবি
মৃত্যুর পথে যাত্রা কালীন কিংবা মৃত ব্যক্তির জন্য একমাত্র শ্রেষ্ঠ সম্বল হল দোয়া। এই সময়ের মধ্যে তারা যে দোয়া করে তা কবুল হয়। নবীজি বলেন, মৃত্যু পথযাত্রী কিংবা মৃত ব্যক্তিদের জন্য সবাইকে দোয়া করতে বলেছেন। মানুষের করা এসব দোয়ার সাথে সাথে ফেরেশতারাও আমিন,আমিন বলতে থাকেন।
তাহলে প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তিদের জন্য বা মৃত্যু পথযাত্রীদের জন্য আমাদের দোয়া কিরূপ হবে? এ সম্পর্কে মুসলিম হাদিস কি বলছে?
হাদিস হতে বর্ণিত-- হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল(সাঃ )বলেন, তোমরা কোন মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে উপস্থিত হলে তাদের অবশ্যই উত্তম কথা বলবে। কেননা তোমাদের কথার সাথে সাথে ফেরেশতারাও আমিন বলেন।
হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু মারা গেলে এক সাহাবী রাসূলের কাছে জানতে চান আমি এখন কি বলবো? তখন নবীজি বলেন তুমি বলো :
'আল্লাহুম্মাগফিরলাহু ওয়া আকিবনা উকবা সালিহাতান '
অর্থ : হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন এবং আমাদের কল্যাণকর পরিণতি দান করুন'
তাই মৃত্যু পথযাত্রীদের জন্য সবথেকে কল্যাণকর হলো কান্নাকাটি না করে দোয়া করা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা ।
যারা মৃত্যু পথযাত্রী কিংবা মারা গেছেন এমন ব্যক্তিদের জন্য কান্নাকাটি করে সময় নষ্ট না করে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর দরবারে দোয়া করা একজন মুসলিম বান্দাদের জন্য আবশ্যক। কারণ এই মুহূর্তের দোয়ায় ফেরেশতারা আমিন বলতে থাকেন। এবং মহান রাব্বুল আলামিনও এ সময় দোয়া কবুল করেন।
মহান রাব্বুল আলামিন বিশ্বের সকল মুসলিম উম্মাহকে এমন পরিস্থিতিতে ক্ষমা কল্যাণকর এবং হাদিসের উপর আমল করার তাওফিক দান করুন।
( আমীন)
এস আর