শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

চাঁদ দেখা গেছে, ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৩:৫১, ১২ জুলাই ২০২১

আপডেট: ১৭:৪৫, ১২ জুলাই ২০২১

Google News
চাঁদ দেখা গেছে, ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা 

ছবি ইন্টারনেট

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২১ জুলাই, বুধবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে।

আজ রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান।

সভায় ধর্ম সচিব ড. নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাসচিব ড. মুশফিকুর রহমানসহ সরকারের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আলেম ওলামারা অংশ নেন।

এদিকে আগামী ১৯ জুলাই পালিত হবে পবিত্র হজ। এরপর দিন অর্থাৎ ২০ জুলাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে।

রেডিওটুডে নিউজ/ইকে/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের