শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

লজিটেক সুইজারল্যান্ডের সম্মাননা পেলো ‘টেকল্যান্ড’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ০০:০৭, ১০ অক্টোবর ২০২১

Google News
লজিটেক সুইজারল্যান্ডের সম্মাননা পেলো ‘টেকল্যান্ড’

ফাইল ছবি

সুইজারল্যান্ডের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান লজিটেকের ‘বেস্ট পার্টনার ইন গেমিং সেগমেন্ট ২০২১’ জিতেছে বাংলাদেশের টেকল্যান্ড। এর আগে করসায়ার গেমিং-এর ‘বেস্ট পার্টনার’ হিসেবে বিবেচিত হয় প্রতিষ্ঠানটি।

রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) প্রতিষ্ঠানটির দুটি শাখা রয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি অনলাইনেও সেবা দিয়ে যাচ্ছে।

প্রতিষ্ঠানটির সিইও মো. রাকিবুল হুদা মজুমদার বলেন, গ্রাহকরা আমাদের ওপর আস্থা রাখেন বলেই আমরা এই সম্মাননা পেয়েছি। প্রতিষ্ঠানটির শুরু থেকেই আমরা গ্রাহকদের সবচেয়ে ভালো পণ্যটিই দেওয়ার চেষ্টা করেছি। এতে অসংখ্য গ্রাহকের আস্থা অর্জন করতে পেরেছি।

২০১৬ সালে মাল্টিপ্ল্যান সেন্টারেই যাত্রা শুরু করে টেকল্যান্ড। একজন কর্মচারীসহ তিন জন জনবল দিয়ে প্রতিষ্ঠানটির শুরু হলেও, গত ৫ বছরে প্রতিষ্ঠানটির পরিধি বেড়েছে কয়েকশ’ গুণ। বর্তমানে প্রতিষ্ঠানটির দুই শাখায় ৫৩জন কর্মচারী কাজ করছেন। ২০২২ সালের শুরুতে ঢাকা ছাড়িয়ে চট্টগ্রামে নতুন শাখা চালু করবে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠার ৫ বছরের মধ্যে আরও বেশ কয়েকটি অ্যাওয়ার্ড অর্জন করেছে প্রতিষ্ঠাটি। এর অন্যতম হলো- এমএসআই চ্যাম্পিয়ন ২০১৯ (এমএসআই ইনকরপোরেশন), সেরা উদীয়মান পার্টনার ২০১৯ (ফ্লোরা লিমিটেড) এবং আসুস মোস্ট ভ্যালুয়েবল পার্টনার ২০২০।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের