ফেসবুক নিয়ন্ত্রণে জাকারবার্গকে বাংলাদেশি আইনজীবীর নোটিশ

সোমবার,

০৩ নভেম্বর ২০২৫,

১৯ কার্তিক ১৪৩২

সোমবার,

০৩ নভেম্বর ২০২৫,

১৯ কার্তিক ১৪৩২

Radio Today News

ফেসবুক নিয়ন্ত্রণে জাকারবার্গকে বাংলাদেশি আইনজীবীর নোটিশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩৭, ১৯ নভেম্বর ২০২১

আপডেট: ০৯:৫৮, ১৯ নভেম্বর ২০২১

Google News
ফেসবুক নিয়ন্ত্রণে জাকারবার্গকে বাংলাদেশি আইনজীবীর নোটিশ

মার্ক জাকারবার্গ (ফাইল ছবি)

বাংলাদেশে ফেসবুকের অপব্যবহার রোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটার সিইও মার্ক জাকারবার্গসহ পাঁচ জনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এস এম মাসুম বিল্লাহ ও আইনজীবী জর্জ চৌধুরীসহ চারজনের পক্ষে রেজিস্ট্রি ও ই–মেইলযোগে  এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তাপস কান্তি বল।

মার্ক জাকারবার্গ ছাড়াও অপর যে চারজনকে নোটিশ পাঠানো হয়েছে, তাঁরা হলেন- বিটিআরসির চেয়ারম্যান, ডাক ও টেলিযোগাযোগ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ও ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক।

নোটিশ গ্রহণের তিন দিনের মধ্যে কোনও ধরনের বিলম্ব ছাড়া দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অপব্যবহার ও ফেসবুকের কার্যক্রম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়,  এতে ব্যর্থ হলে আইন অনুসারে উপযুক্ত আদালতে প্রতিকার চাওয়া হবে।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের