শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

কাতার বিশ্বকাপ-২০২২

সৌদি আরবের বিপক্ষে আজ প্রথম ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৩, ২২ নভেম্বর ২০২২

Google News
সৌদি আরবের বিপক্ষে আজ প্রথম ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা

সংগৃহিত ছবি

এবারের আসরের অন্যতম হট ফেবারিট দল আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার মাঠে নামতে যাচ্ছে লিওনেল মেসির দল, যেখানে প্রতিপক্ষ সৌদি আরব। বাংলাদেশ সময় বিকাল ৪টায় দোহার লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে। 

পরিসংখ্যান অনুযায়ী, সৌদি আরবের সঙ্গে লড়াইয়ে কখনও হারের মুখ দেখেনি আর্জেন্টিনা।

বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হবে আর্জেন্টিনা-সৌদি আরব। সবশেষ ২০১৮ সালের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ৫-০ গোলে হারে সৌদি আরব। পরের ম্যাচে উরুগুয়ের কাছে ১-০ গোলে হারের পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরকে ২-১ গোলে হারিয়েছে তারা। 

এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে চার বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও সৌদি আরব। দুটি জয় পেয়েছে আর্জেন্টিনা আর সবশেষ ২০১২ সালের প্রীতি ম্যাচটি শেষ হয়েছিল গোলশূন্য ব্যবধানে।

আজকের ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ-

এমিলিয়ানো মার্তিনেজ, মার্কোস আকুনিয়া, নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস-ম্যাক-অ্যালিস্টার, লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া এবং লাউতারো মার্টিনেজ।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের