শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

কাতার বিশ্বকাপ-২০২২

ইতিহাস গড়ে ট্রাইবেকারে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:৫১, ৭ ডিসেম্বর ২০২২

আপডেট: ০৬:২৫, ৭ ডিসেম্বর ২০২২

Google News
ইতিহাস গড়ে ট্রাইবেকারে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

সংগৃহিত ছবি

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় রাউন্ডের গণ্ডি কখনো পার হতে না আফ্রিকার দেশ মরক্কো ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে ট্রাইবেকারে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিলো। 

ম্যাচের প্রথমার্ধে কেউই সুযোগ গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য 'ড্র' নিয়ে বিরতিতে যায় দু'দল। সেকেন্ড হাফে আক্রমণের ধার আরো বাড়ায় উভয় দল। কিন্তু শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি স্পেন ও মরক্কো। 

যার দরুন নির্ধারিত সময়ের খেলা গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। এরপরও ১২০ মিনিটের ম্যাচে ফলাফল কেউ নিজেদের পক্ষে নিতে পারেনি। শেষ পর্যন্ত শেষ আটে ওঠার লড়াই গড়ায় পেনাল্টি শুটআউটে।

পেনাল্টি শ্যুট আউটে প্রথমেই আসে মরক্কোর পালা। প্রথম দুটি পেনাল্টিতেই যেখানে গোল পায় মরক্কো সেখানে প্রথম দুটি শটেই গোল করতে ব্যর্থ হয় স্পেনের দুই ফুটবলার।  

এরপর আরও একটিসহ মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো তিন তিনটি শট ঠেকিয়ে দেন। গোল ঠেকিয়েই আফ্রিকা দেশটির হয়ে নায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে খেলা এই গোলরক্ষক। 

র‌্যাঙ্কিংয়ে স্পেনের থেকে ১৫ ধাপ পিছিয়ে থাকা মরক্কো শেষ পর্যন্ত স্পেনকে ৩-০ তে হারিয়ে গড়লো ইতিহাস। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের