শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

সাফের ফাইনালে না যাওয়ার কারণ জানালেন কাজী সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:৩৩, ২১ সেপ্টেম্বর ২০২২

Google News
সাফের ফাইনালে না যাওয়ার কারণ জানালেন কাজী সালাউদ্দিন

কাজী সালাউদ্দিন

একইসাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশনেরও সভাপতি কাজী সালাউদ্দিন। সভাপতি হিসেবে ফাইনালে ট্রফি প্রদান করা দায়িত্বে পড়ে। তবে সাফ নারী চ্যাম্পিয়নশিপে সালাউদ্দিন ফাইনালে অনুপস্থিত ছিলেন তিনি।

আজ বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপে সালাউদ্দিন ফাইনালে না যাওয়ার কারণ জানান তিনি। সালাউদ্দিন বলেন, ‘আমার বিমান টিকিট করাই ছিল। সাফের সভাপতি হিসেবে সেখানে আমার থাকা দরকারও ছিল। কিন্তু দেশের কথা চিন্তা করে আমি সেখানে যাইনি। আমি গেলে মেয়েদের উপর বাড়তি চাপ তৈরি হতো, সেই চাপ যাতে না হয় এজন্য যাইনি।’

সালাউদ্দিন স্বাধীনতার আগে থেকে বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত। নিজে খেলেছেন, কোচিংও করিয়েছেন। তবে দক্ষিণ এশিয়ার সেরার স্বাদ পাননি। ২০০৮ সাল থেকে তিনি বাফুফে সভাপতি। নিজের ১৪ তম বছরে এসে মিলল সাফের শিরোপা। এটি তার ফুটবল ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে দেখছেন তিনি।

সাফের সভাপতি হওয়ার পর থেকেই সালাউদ্দিনের স্বপ্ন ছিল নিজ হাতে বাংলাদেশকে ট্রফি দেবেন। সেই ট্রফি বাংলাদেশ পেলেও সালাউদ্দিন নিজে হাতে দিতে না পারার আফসোস রয়ে গেছে তার। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিজ হাতে দিতে পারলে খুব খুশি হতাম। আমি খুব বড়লোক হলে নিজে বিমান চালিয়ে সেখানে যেতাম।’ 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের