
সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেটে টানা ছয় আসর খেলেও আশানুরূপ পারফরম্যান্স ছিল না টিম সাউদির। যে কারণে ২০২০ সালের আসরে নিলামে কোনো দল তাকে না কেনায় সুযোগ পাননি ২০২১ সালের আইপিএলে।
কিন্তু ভাগ্য সহায় হয়েছে সাউদির। এ বছরের আইপিএলে খেলার সুযোগ পেয়ে গেলেন ৩২ বছর বয়সী এ পেসার। কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিনসের অনুপস্থিতিতে আইপিএলের বাকি থাকা ৩১ ম্যাচের জন্য সাউদিকে দলে নিয়েছে দলটি।
প্যাট কামিন্স ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএলের বাকি অংশ থেকে নাম সরিয়ে নিয়েছেন। মূলত কামিন্সের শূণ্যতা পূরণ করতে সাউদিকে নিলো কলকাতা। যার সুবাদে নিলামে দল না পেলেও এক আসর পর ফের আইপিএলে দেখা যাবে কিউই পেসারকে।
২০১৯ সালের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে সবশেষ খেলেছিলেন সাউদি। সেবার তিন ম্যাচে ৯ ওভার বল করে ১১৮ রান খরচ করেন তিনি। উইকেট পান মাত্র ১টি। সবমিলিয়ে আইপিএলের ছয় আসরে ৪০ ম্যাচ খেলে মাত্র ২৮ উইকেট শিকার করতে পেরেছেন সাউদি। তার ওভারপ্রতি রান খরচাও প্রায় পৌনে ৯ করে।
এদিকে আরেক অস্ট্রেলিয়ান অ্যান্ড্রু টাইও ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন আইপিএলের বাকি অংশ থেকে। তার জায়গায় দক্ষিণ আফ্রিকান চায়নাম্যান তাবারেজ শামসিকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।
রেডিওটুডে নিউজ/এসবি