
ফিফটি পেয়েছেন লিটন কুমার দাস ও মোহাম্মদ রিজওয়ান
বিপিএলে আজকের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ও খুলনা। যেখানে টস জিতে প্রথমে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা টাইগারস।
লিটন কুমার দাস, মোহাম্মদ রিজওয়ান এবং জনসন চার্লসের ব্যাটিংয়ে ভর করে ২ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার দুই ওপেনার লিটন ও রিজওয়ান ফিফটি পেয়েছেন। তবে দুজনের ইনিংসই ছিল ওয়ানডে মেজাজের।
৫০ রান করে আউট হওয়া লিটন দাস খেলেছেন ৪২ বল। তার ইনিংসে ছিল না কোনো ছক্কা তবে ৯টি চারের মার ছিল পুরো ইনিংসে। অন্যদিকে আরেক ওপেনার রিজওয়ানের ব্যাটিং ছিল রীতিমতো আতংকের। কারণ তিনি পুরো বিশ ওভার টিকে থাকলেও রান করেছেন ৫২ রান, ৪৫ বল মোকাবিলা করে। ১টি ছক্কার সাথে ৫টি চার মেরেছেন রিজওয়ান।
তবে রানের গতি বাড়িয়েছেন ক্যারিবিয়ান ব্যাটার জনসন চার্লস। ২২ বলে ৩৯ রান করেছেন তিনি। তার ইনিংসের ৩০ রানই এসেছে ৫টি ছক্কা থেকে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ২ উইকেটে ১৬৫ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
খুলনা টাইগারস বোলারদের পক্ষে ওয়াহাব রিয়াজ ও নাহিদুল একটি করে উইকেট শিকার করেছেন।
রেডিওটুডে নিউজ/এসবি