
প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠছে নাপোলি
চ্যাম্পিয়ন্স লীগে নিজেদের প্রথম লেগে ২-০ গোলে জিতে আগেই নিজেদের রাস্তা সহজ করে রেখেছিল নাপোলি। সেই লিড শেষ লেগে ধরে রাখতে পারলেই হবে ইতিহাস! আর এই সমীকরণ সামনে রেখেই মাঠে নেমেছিল ইতালিয়ান ক্লাবটি। অবশ্য সুযোগ হাতছাড়া করেনি তারা। ঘরের মাঠে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে পেয়ে ছেলেখেলা করেছে ইতালিয়ান ক্লাবটি।
জার্মান ক্লাবটিকে ৩ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫ গোলের ব্যবধানে এগিয়ে শেষ আট নিশ্চিত করেছে নাপোলি। আর এতে ১১৮ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়ে ইতিহাস গড়েছে নাপোলি।
প্রতিপক্ষের মাঠে ম্যাচ বলে ফ্রাঙ্কফুর্ট অ্যাওয়ে জার্সি (লাল রংয়ের) পরে খেললেও সমর্থকদের প্রথম পছন্দ কালো জার্সি বলে সেটি পরে এসেছিলেন। বিরতিতে যাওয়ার আগে জার্মান ক্লাব সমর্থকদের মুখগুলোও কালো করে তুলেন ভিক্টর ওসিমেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে এগিয়ে দেন নাইজেরিয়ান এই স্ট্রাইকার।
বিরতি থেকে ফিরে আরেক গোল করেন ওসিমেন। এরপর ৬৪ মিনিটে পেনাল্টি থেকে ফ্রাঙ্কফুর্টের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন পিওতর জিয়েলিনস্কি।
রেডিওটুডে নিউজ/এসবি