
আবারও ফিফা সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো
রুয়ান্ডার কিগালিতে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ৫২ বছর বয়সী জিয়ান্নি ইনফান্তিনো। টানা তৃতীয় মেয়াদে ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। আগামী ২০২৭ সাল পর্যন্ত এই মেয়াদে থাকবেন।একমাত্র প্রার্থী হওয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তার নির্বাচিত হওয়াটা নিশ্চিত ছিল। কেবল আনুষ্ঠানিকতা ছিল বাকি। সেটাও হয়ে গেলো গতকাল (বৃহস্পতিবার)।
এক টুইটবার্তায় ফিফার অফিসিয়াল টুইটার থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, "জিয়ান্নি ইনফ্যান্তিনো সবার সম্মতিতে ২০২৩-২০২৭ পর্যন্ত ফিফা সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।"
দায়িত্ব পেয়ে আগামী চক্রে আবারও ১ হাজার ১০০ কোটি ডলার আয়ের প্রতিশ্রুতি দিয়েছেন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান। একইসঙ্গে তার সমালোচকদের প্রতিও দিয়েছেন শান্তির বার্তা।
ইনফ্যান্তিনো বলেছেন, "এটি (আবার ফিফার প্রেসিডেন্ট হওয়া) অবিশ্বাস্য সম্মানের এবং অনেক বড় দায়িত্ব। বিশ্বজুড়ে ফিফা ও ফুটবলের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। যারা আমাকে ভালোবাসে, জানি এমন লোক অনেক আছে এবং যারা আমাকে ঘৃণা করে, আপনাদের সবাইকে আমি ভালোবাসি।"
ইনফান্তিনোর সভাপতিত্বে ২০২৬ বিশ্বকাপ হবে উত্তর আমেরিকায়। আর সামনের ওই বিশ্বকাপের দল সংখ্যা ৩২ থেকে ৪৮ এবং ম্যাচ সংখ্যা ৬৪ থেকে বেড়ে ১০৪টি করেছে ফিফা।
রেডিওটুডে নিউজ/এসবি