
ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ
আজ শুক্রবার (২৩ মার্চ) অনূর্ধ্ব-১৭ সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। সন্ধ্যা সোয়া সাতটায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
টুর্নামেন্টে বাংলাদেশের এটি তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ৮-১ গোলের বিশাল ব্যবধানে ভুটানকে হারিয়ে শুভ সুচনা করলেও দ্বিতীয় ম্যাচেই হেরে গেছে বাংলার বাঘিনীরা। রাশিয়ার কাছে ৩-০ গোলে হারে কোচ গোলাম রাব্বানি ছোটনের দল।
দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে অবস্থানে করছে বাংলাদেশের। তালিকার শীর্ষে থাকা ভারতের সংগ্রহ তিন পয়েন্ট। যদিও তারা বাংলাদেশের চেয়ে এক ম্যাচ কম খেলেছে।
রেডিওটুডে নিউজ/এসবি