
ফাইল ছবি
আগামী জুলাই মাসে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে ইমার্জিং এশিয়া কাপ। সেই টুর্নামেন্টকে ঘিরে চলছে বাংলাদেশ দলের বিভিন্ন পদক্ষেপ। আজ থেকে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) এর ক্যাম্প। এই ক্যাম্পে প্রথম ধাপের জন্য ডাকা হয়েছে ২৫ জন ক্রিকেটারকে। হেড কোচ হিসেবে এইচপি দলের দায়িত্বে থাকবেন ডেভিড হ্যাম্প।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ পারফর্ম করা বেশ কয়েকজন প্রথমবারের মতো ডাক পেয়েছেন।
এইচপি স্কোয়াড-
ব্যাটার-
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, আইচ মোল্লাহ, অমিত হাসান, প্রান্তিক নওরোজ নাবিল, আব্দুল্লাহ আল মামুন।
স্পিনার-
রাকিবুল হাসান, হাসান মুরাদ, রিশাদ হোসেন, নাঈম আহমেদ, টিপু সুলতান, আরিদুল ইসলাম আকাশ, নাইম হোসেন সাকিব।
পেসার-
মৃত্যুঞ্জয় চৌধুরি, তানজিম হাসান সাকিব, মুশফিক হাসান, রিপন মণ্ডল, নাহিদ রানা, আশিকুর জামান, আসাদুল্লাহ আল গালিব।
উইকেটকিপার-
আকবর আলী, প্রিতম কুমার।
রেডিওটুডে নিউজ/এসবি