
বাংলাদেশ ও নিউজিল্যান্ড ম্যাচে আবারও বৃষ্টির হানা
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ যেন দর্শকদের এশিয়া কাপের স্মৃতি মনে করাচ্ছে। মিরপুরে আজ প্রথম ওয়ানডেতে টস শুরুর আগে থেকেই বৃষ্টির আনাগোনা শুরু হয়।
নির্ধারিত সময়ে ম্যাচ মাঠে গড়ালেও ৪ ওভার পর বৃষ্টির বাগড়ায় ম্যাচ বন্ধ থাকে প্রায় ঘন্টা দুয়েক। এরপর শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে। ম্যাচ আবারও মাঠে গড়ালে ইনিংসের ৩৪তম ওভারে বেরসিক বৃষ্টির আবির্ভাব হয় আবারও।
দ্বিতীয়বার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে কিউইদের সংগ্রহ দাঁড়ায় ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান।
রেডিওটুডে নিউজ/এসবি