শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

আবারও বিসিবি সভাপতি পাপন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৫১, ৭ অক্টোবর ২০২১

Google News
আবারও বিসিবি সভাপতি পাপন

নাজমুল হাসান পাপন

চতুর্থবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি হলেন নাজমুল হাসান পাপন।

গতকাল বুধবার (৬ অক্টোবর) বিসিবি নির্বাচনের পর, আজ বৃহ্স্পতিবার সভাপতি বাছাইয়ের বৈঠকে বসেন বোর্ডের ২৫ পরিচালক। সেই বৈঠকে পাপনকে সভাপতি হিসেবে বেছে নেন তারা। এই বিষয়ে পরে চূড়ান্তভাবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। 

আগে সরকার থেকে মনোনীত করা হতো বিসিবি সভাপতি। ২০১২ সালে সেই পদ্ধতিতেই স্থলাভিষিক্ত হন পাপন। তবে ২০১৩ সাল থেকে বিসিবি সভাপতি পদটি নির্বাচনের মাধ্যমে নির্বাচন করা হচ্ছে।

নাজমুল হাসান পাপন ২০১২ সালে প্রথমে সরকার কর্তৃক মনোনীত সভাপতি ছিলেন। ২০১৩ সাল থেকে বিসিবি সভাপতি পদটি নির্বাচনের মাধ্যমে বেছে নেওয়া হয়। ২০১৩ ও ২০১৭ সালে দুই মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন।

বিসিবিতে এবার বিভাগ, ক্লাব ও সংস্থা ক্যাটাগরিতে-এই তিনটি ক্যাটাগরিতে নির্বাচন হয়েছে। সশরীরে ভোট দিয়েছেন ৫৮ জন আর পোস্টাল আর ই-ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৩ জন।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের