ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ শতাংশ মালিকানা বুঝে পেয়েছেন স্যার জিম র্যাটক্লিফ। ক্রিসমাসের আগ মুহূর্তে তাঁর জন্য এসেছে এই বড় খবর। এখন থেকে ম্যানইউ-এর অন্যতম মালিক তিনি।
দুই মাস আগে ম্যানচেস্টার ইউনাইটেডের স্বত্ব কেনার ব্যাপারে সম্মতি দিয়েছিলেন র্যাটক্লিফ। তিনি জানিয়েছেন, মালিকানার এই স্বত্ব থাকবে আইএনইওএস গ্রুপের অধীনে।
ফুটবল বিষয়ক অনলাইন গোল ডট কমের তথ্য বলছে, প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ও শীর্ষ পর্যায়ের ক্লাবটির আংশিক মালিকানা পেতে স্যার র্যাটক্লিফকে খরচ করতে হয়েছে ১.২৫ বিলিয়ন পাউন্ড বা প্রায় ১৩ হাজার ৭শ’ কোটি টাকা।
ক্লাবটির মালিকানা পেয়ে র্যাটক্লিফ এক বিবৃতিতে জানিয়েছেন, ক্লাবটির ব্যবস্থাপনা ও পরিচালনার অংশ হতে পেরে তিনি উচ্ছ্বসিত।