শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

স্কটল্যান্ডেই ধরাশায়ী বাংলাদেশ

শাহরিয়ার বাবু

প্রকাশিত: ০৫:৫৩, ১৮ অক্টোবর ২০২১

আপডেট: ১৩:২৪, ১৮ অক্টোবর ২০২১

Google News
স্কটল্যান্ডেই ধরাশায়ী বাংলাদেশ

৬ রানের হার দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় মাহমুদউল্লাহ রিয়াদ। 

মেহেদি-সাকিব-মোস্তাফিজদের তোপে এক পর্যায়ে ৫০ রানের মাথায় ৬ উইকেট হারালেও শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪০ রানের সংগ্রহ পায় স্কটল্যান্ড। স্কটিশদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৫ রান করেন ক্রিস গ্রেভস।

বাংলাদেশী বোলারদের মধ্যে শেখ মাহেদী তিনটি, সাকিব-মুস্তাফিজ দুটি করে আর তাসকিন একটি উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে আজও ব্যর্থতার পরিচয় দেম সৌম্য সরকার। মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। লিটন দাসও বেশিদূর যেতে পারেননি। মাত্র ৫ রান করে আউট হয়েছেন লিটন দাস। 

তবে চতুর্থ উইকেটে ৪৭ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন সাকিব ও মুশফিক। তবে সাকিব ২৮ বলে ২০ রান করে আউট হওয়ার কিছু সময় পর মুশফিক ৩৮ রান করে সাজঘরের পথ ধরেন। ষষ্ঠ উইকেটে ৩২ রানের জুটি গড়েন আফিফ ও মাহমুদউল্লাহ। আফিফ ১৮ রান করে আউট হন।

মাহমুদউল্লাহ চেষ্টা করলেও শেষ পর্যন্ত ২৩ রানে আউট হন। নুরুল হাসান সোহান ২ রান করে আউট হন। মাহেদী ১৩ ও সাইফুদ্দিন ৫ রান করে অপরাজিত থাকলে বাংলাদেশ ১৩২ রান করতে সক্ষম হয়। আর এতেই ৬ রানের জয় পায় স্কটল্যান্ড। 

রেডিওটুডে নিউজ/এসবি/এসএস/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের