শনিবার,

০৪ মে ২০২৪,

২১ বৈশাখ ১৪৩১

শনিবার,

০৪ মে ২০২৪,

২১ বৈশাখ ১৪৩১

Radio Today News

অলিম্পিকে ইতিহাস গড়ার পথে ইরানের নারী তায়কোয়ান্দো দল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪০, ২০ মার্চ ২০২৪

Google News
অলিম্পিকে ইতিহাস গড়ার পথে ইরানের নারী তায়কোয়ান্দো দল

ইরানের দুই সদস্যের জাতীয় মহিলা তায়কোয়ান্দো দল প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করবে। প্যারিস ২০২৪ অলিম্পিকে অংশগ্রহণ করতে যাওয়া ওই দুই নারী নারী ক্রীড়াবিদ হলেন ‘নাহিদ কিয়ানি’ এবং ‘মোবিনা নেমাতজাদেহ’।

২৫ বছর বয়সী নাহিদ কিয়ানি এর আগে ২০২৩ সালে নেগেটিভ ৫৩ কেজি তায়কোয়ান্দো বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন।

১৮ বছর বয়সী তায়কোয়ান্দো খেলোয়াড় মোবিনা নেমাতজাদেহ তার ক্যারিয়ারে ২০২২ সালের বিশ্ব জুনিয়রে সোনা জিতেছেন।  তিনি এশিয়া মহাদেশের প্রতিযোগিতায় ইরানের একমাত্র নারী তায়কোয়ান্দোবিদ হিসেবে নির্বাচিত হন এবং ফাইনালে উঠতে সক্ষম হন। ইরানের নারী তায়কোয়ান্দোবিদদের মধ্যে তার স্থান তৃতীয়।

এর আগে, ইরানের নারী তায়কোয়ান্দো দল ২০১৬ সালের অলিম্পিকে ইরানের পক্ষে প্রথম পদক জিতেছিল এবং এবারের প্যারিস অলিম্পিকে ইরানের পক্ষ থেকে দুই নারী তায়কোয়ান্দোবিদ অংশ নিচ্ছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের