শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

Radio Today News

বিশ্বকাপে বিশেষ ভূমিকায় শহীদ আফ্রিদি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৯, ২৪ মে ২০২৪

Google News
বিশ্বকাপে বিশেষ ভূমিকায় শহীদ আফ্রিদি

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে এবারের বিশ্বকাপে বিশেষ ভূমিকায় দেখা যাবে। আইসিসি ম্যান বিশ্বকাপ ২০২৪ এ তাকে অ্যাম্বাসেডর করেছে আন্তর্জাতিক ক্রিকেট কমিটি।খবর ক্রিকেট পাকিস্তানের।

টি-টোয়েন্টিতে শহীদ আফ্রিদির ভূমিকা সবার জানা। তার অসাধারণ পারফরমেন্সে ভর করে পাকিস্তান ২০০৭ বিশ্বকাপে ফাইনালে খেলে। আবার তার ব্যাট-বলে পাকিস্তান ২০০৯ সালে বিশ্বকাপ জিতে।

আফ্রিদিকে এবার আয়োজনের অংশ করেছে আইসিসি। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বৈশ্বিক এই টুর্নামেন্টে ভারতের ক্রিকেট আইকন যুবরাজ সিং, ক্রিস গেইল, উসাইন বোল্ট ও পাকিস্তানের শহীদ আফ্রিদি ব্রান্ড অ্যাম্বাসেডরের ভূমিকা রাখবেন।

অতীত স্মৃতি রোমন্থন করে আফ্রিদি বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ আমার হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।প্রথম বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়া থেকে শুরু করে ২০০৯ সালে বিশ্বকাপ জেতার স্মৃতি রয়েছে আমার।জীবনে খুব কমই এই সম্মানের মুহূর্ত আসে।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের