শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

নতুন দুই মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট স্কোয়াড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫২, ২৩ নভেম্বর ২০২১

আপডেট: ১৬:২১, ২৩ নভেম্বর ২০২১

Google News
নতুন দুই মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট স্কোয়াড

ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমবারের মতো নতুন দুই খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করে ১৬ সদস্যের এই টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়। এছাড়া স্কোয়াডে রাখা হয়েছে সাকিব আল হাসানকে।

নতুন দু’জন হলেন মিডল অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয় ও ডানহাতি পেসার রেজাউর রহমান রাজা।

এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘জয় দীর্ঘ সময়ের ক্রিকেটে নিজের টেম্পারমেন্ট দেখিয়েছে। সে ফর্মেও আছে। তাসকিন ও শরিফুলের ইনজুরির কারণে আমাদের পেস বোলিং অপশন দরকার ছিল। তাই রাজাকে নেওয়া।’

একনজরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড-

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, মাহমুদল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের