শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

যে বিভক্তির কারণে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস, জানালেন তামিম ইকবাল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪৪, ৮ ফেব্রুয়ারি ২০২৫

Google News
যে বিভক্তির কারণে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস, জানালেন তামিম ইকবাল

টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জয় করেছে তামিমের ফরচুন বরিশাল। চিটাগংকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে বিসিবি সংবর্ধনা দিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম টানা দ্বিতীয়বারের মতো ফরচুন বরিশালের হয়ে শিরোপা জয়ের পর বললেন, ‘সাকিবিয়ান’ কিংবা ‘তামিমিয়ান’ নয়, সমর্থক হিসেবে সবাই বাংলাদেশের। জাতীয় দলের সাবেক অধিনায়কের ভাষায়, ‘সাকিবিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান কিছু নেই। সবার একটিই পরিচয়—সবাই বাংলাদেশের সমর্থক। এ ধরনের বিভক্তি বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে। তাই দয়া করে এসব বন্ধ করুন।’

এসময় তামিম আরও বলেন, ‘আপনি আমার ভক্ত হতে পারেন, সাকিব আল হাসানের ভক্ত হতে পারেন, মাশরাফি বিন মর্তুজার ভক্ত হতে পারেন। কিন্তু যখন আমরা খেলি, তখন আমরা বাংলাদেশি। এসব বিভক্তি বন্ধ হওয়া উচিত; কারণ, এটি তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে। এটাই আমার শেষ বার্তা। আমরা সবাই বাংলাদেশি, আর কিছু না। তাই দলকে সমর্থন করুন।’

বাংলাদেশ ক্রিকেট দলটিকে তরুণ হিসেবে অ্যাখ্যা দিয়ে তামিম এসময় বলেন, ‘এটি খুবই তরুণ একটা দল। তারা ভুল করবে, তারা ব্যর্থ হবে। কিন্তু এটাই আপনার দল। কোনো ব্যক্তি নয়, এখানে শুধুই একটি দল। আর সেটি হলো বাংলাদেশ।’ 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের