বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি এই সিদ্ধান্তের কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক এক সদস্যের পক্ষ থেকে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ বিসিবি গভীরভাবে লক্ষ্য করেছে। যেহেতু বিষয়টি সংবেদনশীল, তাই অভিযোগের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এই কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেন, ২০২২ সালের নারী বিশ্বকাপ চলাকালে জাতীয় দলের ম্যানেজমেন্টের কয়েকজন সদস্য তার প্রতি ‘অশোভন প্রস্তাব’ দেন। তিনি অভিযোগ করেন, নারী দলের সাবেক ম্যানেজার, নির্বাচক ও সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম তার অশোভন প্রস্তাবে সাড়া না দেওয়ায় ইচ্ছাকৃতভাবে তার জাতীয় দলে জায়গা নষ্ট করেছেন।
অস্ট্রেলিয়ায় বসবাসরত জাহানারা আরও দাবি করেন, প্রয়াত তৌহিদ মাহমুদ এবং বোর্ড কর্মকর্তা সরফরাজ বাবুও একই ধরনের প্রস্তাব দিয়েছিলেন। জাহানারার ভাষ্যমতে, তিনি বিষয়টি নারী উইংয়ের চেয়ারম্যান নাদেল চৌধুরীকে জানিয়েছিলেন এবং এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকে লিখিতভাবে অবহিত করেন। তবে, মঞ্জুরুল ইসলাম আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজকে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটা সম্পূর্ণ ভিত্তিহীন। অন্য ক্রিকেটারদের জিজ্ঞেস করলেই বোঝা যাবে আমি কেমন মানুষ।’
অন্যদিকে, সরফরাজ বাবু বলেন, ‘একজন মৃত ব্যক্তিকে টেনে আনা দুঃখজনক। তার উচিত প্রমাণসহ কথা বলা, ভিত্তিহীন অভিযোগ নয়।’
বিসিবি তাদের বিবৃতিতে জানিয়েছে, তদন্ত শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বিসিবি সব খেলোয়াড় ও কর্মকর্তার জন্য নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ ধরনের অভিযোগকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’
এর আগে, জাহানারা এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে নারী দলের বর্তমান অধিনায়ক ও কোচদের বিরুদ্ধেও অভিযোগ তুলেছিলেন, যা সে সময় বিসিবি এক বিবৃতিতে ‘ভিত্তিহীন, মনগড়া ও সম্পূর্ণ অসত্য’ বলে প্রত্যাখ্যান করেছিল। তবে সর্বশেষ এই অভিযোগগুলো প্রকাশের পর বোর্ড এবার আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখার ঘোষণা দিল।
রেডিওটুডে নিউজ/আনাম

