শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

৪০ বছর পর ম্যানইউর মাঠে জিতল উলভারহ্যাম্পটন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:১২, ৪ জানুয়ারি ২০২২

Google News
৪০ বছর পর ম্যানইউর মাঠে জিতল উলভারহ্যাম্পটন

সংগৃহীত ছবি

উলভারহ্যাম্পটনের বিপক্ষে দীর্ঘ ৪০ বছর পর পরাজয়ের স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডেই সবশেষ ১৯৮০ সালে রেড ডেভিলদের হারিয়েছিল তারা।

সোমবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউকে একমাত্র গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটন। কোচ রালফ র‍্যাঙ্গনিক দায়িত্ব নিয়ে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থেকে দেখলেন প্রথম হার।

১৯ ম্যাচে ৩১ পয়েন্টের ম্যানইউ টেবিলের সাত নম্বরে থাকল। ২৮ পয়েন্ট নিয়ে দুইধাপ উপরে উঠে উলভারহ্যাম্পটন এখন অষ্টম স্থানে।

প্রথমার্ধে গোলের দেখা না পেলেও প্রতিপক্ষকে বেশ চাপে রেখেছিল উলভারহ্যাম্পটন। ১৫টি শট নিয়ে অতিথি দল হিসেবে ওল্ড ট্রাফোর্ডে সর্বাধিক শটের নতুন রেকর্ডও গড়ে তারা।

ম্যাচের ১২ মিনিটে ড্যানিয়েল পডেন্স, ১৪ মিনিটে রুবেন নেভেস ও ১৮ মিনিটে নেলসন সেমেদোওর শট রুখে দিয়ে ম্যানইউর জাল অক্ষত রাখেন ডেভিড ডি গিয়া। ২৫ মিনিটে আবারো ডি গিয়া রুখে দেন পডেন্সকে।

স্বাগতিকরা প্রথম ভালো সুযোগ পায় ২৬ মিনিটে, ক্রিস্টিয়ানো রোনালদোর দূরপাল্লার শট ঠেকিয়ে দেন উলভার গোলরক্ষক হোসে সা।

বিরতির পরও চাপ অব্যাহত রাখে অতিথিরা। ৫৯ মিনিটে পডেন্সের হেড প্রতিহত করেন ডি গিয়া।

ম্যাচের ৬৭ মিনিটে ম্যানইউ বড় সুযোগ হাতছাড়া করে। ব্রুনো ফের্নান্দেসের ডান পায়ের শট বারে লেগে ফেরে। দুই মিনিট পর রোনালদোর শট পোস্টের বামপাশ দিয়ে বেরিয়ে যায়।

পরে ৭৫ মিনিটে অতিথিদের রোমাইন সাইসের শটও বারে লেগে ফেরে। উলভার তখন গোলের দেখা না পেলেও সাত মিনিট পর ঠিকই জালের দেখা পায়। আডামা ট্রাওরের ক্রসে আসা বল হেডে ক্লিয়ার করতে পারেননি ফিল জোন্স, সর্বনাশ ঘটে। ডি-বক্সের বাইরে থেকে হাফ ভলিতে জালে বল পাঠান পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও মৌতিনহো।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ব্রুনো ফের্নান্দেসের দূরপাল্লার শট হোসে সা রুখে দিলে তিন পয়েন্ট তুলে মাঠ ছাড়ে উলভরা।

রেডিওটুডে নিউজ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের