শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

Radio Today News

তাপপ্রবাহের মধ্যেই রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, স্বস্তি ফিরছে জনজীবনে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০৩, ১৮ মে ২০২৪

আপডেট: ১০:০৫, ১৮ মে ২০২৪

Google News
তাপপ্রবাহের মধ্যেই রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, স্বস্তি ফিরছে জনজীবনে

দেশে চলমান তাপপ্রবাহের মধ্যেই ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মিললো। এতে কিছুটা স্বস্তি ফিরছে জনজীবনে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হবে।

আবহাওয়া অফিস গতকালই জানিয়েছিল, শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি হবে।

সকালে সূর্যের চিরচেনা উত্তাপের দেখা পাওয়া যায়নি। ঢাকার আকাশ কালো মেঘে ঢেকে যায়। আবহাওয়া গুমোট আকার ধারণ করে। সকাল ৮টার পরপরই ঢাকার শাহাবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, ধানমন্ডি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবর পাওয়া যায়।  

এদিকে ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং টাঙ্গাইল, ঢাকা, বরিশাল, কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দুপুর একটার মধ্যে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় দেয়া আবহাওয়া বার্তায় জানানো হয়, সিলেটে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ ছাড়া রাজশাহীতে ৩, নওগাঁর বদলগাছী ও পঞ্চগড়ের তেঁতুলিয়া ২, বগুড়ায় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ সময় রংপুরেও সামান্য বৃষ্টি হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের