মেঘে ছেয়ে যাবে আকাশ, বজ্রসহ বৃষ্টির আভাস

শুক্রবার,

৩১ অক্টোবর ২০২৫,

১৬ কার্তিক ১৪৩২

শুক্রবার,

৩১ অক্টোবর ২০২৫,

১৬ কার্তিক ১৪৩২

Radio Today News

মেঘে ছেয়ে যাবে আকাশ, বজ্রসহ বৃষ্টির আভাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৬, ৩১ অক্টোবর ২০২৫

Google News
মেঘে ছেয়ে যাবে আকাশ, বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও এ সময় তাপমাত্রায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিন আকাশ মেঘে ছেয়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

এ দিকে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২০টি জেলায় বজ্রসহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

 গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, শুক্রবার সকাল ৬টার পর থেকে রোববার (২ নভেম্বর) সকাল ১০টার মধ্যে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, সুনামগঞ্জ ও সিলেট জেলাসহ আশপাশের এলাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি আরও জানায়, একই সময় বায়ুচাপের তারতম্যের কারণে এসব জেলার কিছু এলাকায় আকস্মিকভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যদিও তা সব স্থানে হবে না।

এ ছাড়া শুক্রবার থেকে সোমবার (৩ নভেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের