শনিবার,

২৫ মার্চ ২০২৩,

১০ চৈত্র ১৪২৯

শনিবার,

২৫ মার্চ ২০২৩,

১০ চৈত্র ১৪২৯

Radio Today News
bangas biscuit

মালিবাগে ট্রেনের ধাক্কায় প্রবাসীর মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৫, ৫ মার্চ ২০২৩

আপডেট: ২৩:১১, ১১ মার্চ ২০২৩

মালিবাগে ট্রেনের ধাক্কায় প্রবাসীর মৃত্যু

রাজধানীর মালিবাগের গুলবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় মো. শাহাবুদ্দিন (৬৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুর্ঘটনার পর রাত সাড়ে ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শাহাবুদ্দিনের ভাগ্নে মাহমুদুল হাসান নাফিজ জানান, তার মামা সৌদি প্রবাসী ছিলেন। সেখানে থেকে দেশে খেজুরের ব্যবসা করতেন। ফেব্রুয়ারি মাসে দেশে আসেন তিনি। উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডে নিজেদের বাসায় থাকতেন।

তিনি আরও জানান, শনিবার সকালে মামাকে সঙ্গে নিয়ে নিজেদের প্রাইভেটকারে ব্যবসায়িক কাজে বের হন তারা। রাতে মালিবাগ রেললাইনের পাশে গাড়ি থেকে নেমে এক বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলছিলেন মামা। ওই সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় রাস্তায় পড়ে যান তিনি। পরে পথচারীদের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ নিয়ে যান। স্বজনরা জানান, শাহাবুদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শাহাবুদ্দিনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের