ইংল্যান্ডে যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য সুখবর

সোমবার,

০৩ নভেম্বর ২০২৫,

১৯ কার্তিক ১৪৩২

সোমবার,

০৩ নভেম্বর ২০২৫,

১৯ কার্তিক ১৪৩২

Radio Today News

ইংল্যান্ডে যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য সুখবর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:৪১, ১০ অক্টোবর ২০২১

আপডেট: ০১:৪৬, ১০ অক্টোবর ২০২১

Google News
ইংল্যান্ডে যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য সুখবর

প্রতীকী ছবি

বাংলাদেশে দেওয়া করোনাভাইরাসের টিকা সনদের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য সরকার৷ ফলে বাংলাদেশ থেকে দেশটিতে যাওয়া কোনো যাত্রীকে আর কোয়ারেন্টিনে থাকতে হবে না৷ খবর ডয়চে ভেলের।

সম্প্রতি লন্ডনের বাংলাদেশ হাই কমিশন এক বিবৃতিতে আগামী সোমবার থেকে এ নিয়ম কার্যকর করার ঘোষণা দিয়েছে৷ এতে বাংলাদেশসহ ৩৭টি দেশের করোনার টিকা সনদকে বৈধ করেছে যুক্তরাজ্য৷

যুক্তরাজ্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার-বায়োনটেক ও জনসন অ্যান্ড জনসন টিকা নেওয়া সনদই গ্রহণ করবে৷ যার প্রথম তিনটি টিকাই বাংলাদেশে দেওয়া হচ্ছে৷

এ প্রসঙ্গে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দুদেশের মধ্যে ব্যবসা ও পর্যটনসহ জরুরি ভ্রমণের ক্ষেত্রে বাধা দূর করতে হাই কমিশনের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার ফল৷

তবে বাংলাদেশ থেকে রওনা হওয়ার আগে যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষার সনদ নেওয়ার দরকার না হলেও ইংল্যান্ডে পৌঁছার পর করোনা টেস্ট করাতে হবে তাদের৷ এছাড়া প্রত্যেক যাত্রীর বাংলাদেশের অনুমোদিত টিকার সনদ সাথে রাখা জরুরি৷

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের