বুধবার,

০২ জুলাই ২০২৫,

১৭ আষাঢ় ১৪৩২

বুধবার,

০২ জুলাই ২০২৫,

১৭ আষাঢ় ১৪৩২

Radio Today News

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৫৩০ অভিবাসী আটক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:২৪, ৪ ফেব্রুয়ারি ২০২৪

Google News
মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৫৩০ অভিবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেরিকেমবাঙ্গান পাইকারি বাজারে অভিযান চালিয়ে ৯৪ জন বাংলাদেশীসহ ৫৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

স্থানীয় সময় শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটকদের মধ্যে ৫০৪ জন পুরুষ ও ২৬ জন নারী রয়েছেন। এদের মধ্যে মিয়ানমারের ২৮৮ জন, বাংলাদেশের ৯৪ জন, ভারতের ৭২ জন, ইন্দোনেশিয়ার ৩৯, নেপালের ১৫ জন, নেপালের ১৫ জন, শ্রীলঙ্কার ৯ জন, পাকিস্তানের ৬ জন ও ভিয়েতনামের ১ জন নাগরিক রয়েছে।

সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, আটক ব্যক্তিদের বৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এছাড়া, এই অভিযানে অভিবাসন বিভাগ ছাড়াও আরো কয়েকটি সংস্থার সদস্যরা অংশ নেয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের