বৃহস্পতিবার,

১৬ জানুয়ারি ২০২৫,

৩ মাঘ ১৪৩১

বৃহস্পতিবার,

১৬ জানুয়ারি ২০২৫,

৩ মাঘ ১৪৩১

Radio Today News

২৪ ঘণ্টায় ভারতে ২১ বাংলাদেশি গ্রেপ্তার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৭, ২৮ ডিসেম্বর ২০২৪

Google News
২৪ ঘণ্টায় ভারতে ২১ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশি গ্রেপ্তারে জোরালো অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দিনভর অভিযানে ভারতের মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় গ্রেপ্তার হয়েছে অন্তত ২১জন বাংলাদেশি।

গ্রেপ্তারকৃতদের মধ্যে দেশটিতে লুকিয়ে থাকার অভিযোগে মহারাষ্ট্রে ১৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে মহারাষ্ট্র এটিএস (অ্যান্টি টেররিস্ট স্কোয়াড)।

মহারাষ্ট্র এটিএস জানায়, ২৪ ঘণ্টা ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। নভি মুম্বাই, থানে ও শোলাপুর এলাকায় স্থানীয় পুলিশের সহায়তায় এ অভিযান চলছে। শনিবার ৭ জন পুরুষ এবং ৬ জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

এটিএস আরও জানায়, এসব বাংলাদেশিরা ভারতে এসে ভুয়া নথি দিয়ে আধার কার্ড বানিয়েছেন। 

এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্তবর্তী এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিএসএফ সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তারা বাংলাদেশের রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে এসেছেন বলে জানানো হয়েছে। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের