বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

মুহাম্মদ শহীদুল্লাহ-শহীদ ইকবাল `কবিকুঞ্জ পদক` পাচ্ছেন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০২:২৫, ১ অক্টোবর ২০২২

আপডেট: ০২:২৭, ১ অক্টোবর ২০২২

Google News
মুহাম্মদ শহীদুল্লাহ-শহীদ ইকবাল `কবিকুঞ্জ পদক` পাচ্ছেন

মুহাম্মদ শহীদুল্লাহ-শহীদ ইকবাল

মুহাম্মদ শহীদুল্লাহ-শহীদ ইকবাল 'কবিকুঞ্জ পদক' পাচ্ছেন বলে জানা যায়। 

ষাট দশকের অন্যতম কবি, প্রাবন্ধিক ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা মুহাম্মদ শহীদুল্লাহকে মনোনীত করা হয়েছে ' কবিকুঞ্জ পদক-২০২২' এর জন্য। 

একইসাথে লিটল ম্যাগজিন 'চিহ্ন' সম্পাদনার জন্য মনোনীত করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবালকেও। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সম্মাননা প্রদানের জন্য তাদের নাম ঘোষণা করেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার।

'কবিকুঞ্জ'র আয়োজনে আগামী ২১ ও ২২ অক্টোবর দশম জীবনানন্দ কবিতা মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী মহানগরীর শাহ মখদুম কলেজ প্রাঙ্গণে। ২২ অক্টোবর ওই মেলার দ্বিতীয় দিনে এই পদক ও নগদ অর্থ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে  তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বাংলা ভাষার অন্যতম একটি সাহিত্য সংগঠন রাজশাহীর 'কবিকুঞ্জ।' প্রায় এক যুগ ধরে বাংলা সংস্কৃতির মূল জায়গা ধরে রাখতে স্হানীয়ভাবে কাজ করে যাচ্ছে' কবিকুঞ্জ।'

রাজশাহীতে শিল্প-সংস্কৃতি চর্চার সুযোগ তৈরি হচ্ছে এই সংগঠনির মাধ্যমে। এর পাশাপাশি গুনীজনদের সম্মাননা প্রদান করে আসছে এই সংগঠনটি।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের