
পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডকে (ডেসকো) অগ্রাধিকারমূলক (প্রেফারেন্স) শেয়ার ইস্যুর জন্য সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১০ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৬০৭ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ১৩০ টাকা সমপরিমান মূল্যের ই-রিডিমেবল, নন-কমিউলেটিভ এ প্রেফারেন্স শেয়ার বাংলাদেশ সরকারের পক্ষে ইস্যু করা হবে। যার প্রতিনিধিত্ব করবে সচিব, বিদ্যুৎ বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। যার কর পরবর্তী নিট মুনাফা হবে ১৫ শতাংশ।
এমএমএইচ/রেডিওটুডে