মঙ্গলবার,

১৮ ফেব্রুয়ারি ২০২৫,

৬ ফাল্গুন ১৪৩১

মঙ্গলবার,

১৮ ফেব্রুয়ারি ২০২৫,

৬ ফাল্গুন ১৪৩১

Radio Today News

আমি প্রবাসী ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সঙ্গে চুক্তি স্বাক্ষর

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৮, ১২ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৩০, ১২ জানুয়ারি ২০২৫

Google News
আমি প্রবাসী ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সঙ্গে চুক্তি স্বাক্ষর

বাংলা ট্র্যাক গ্রুপের প্রতিষ্ঠান আমি প্রবাসী, প্রবাসী বাংলাদেশিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমেগার্ডিয়ান প্রবাসী প্রহরীনামে একটি বিশেষ বিমা সেবা চালু করেছে যা বিশেষভাবে প্রবাসী বাংলাদেশি তাদের পরিবারকে সুরক্ষা দেবে।

আমি প্রবাসীর পক্ষে বাংলা ট্র্যাক গ্রুপের গ্রুপ হেড অফ ইনোভেশন এম তানভীর সিদ্দিকি গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিম, এফসিএ সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেন।

বিশেষ এই বিমা সেবাটি প্রবাসীদের সুরক্ষায় প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা দেবে। এসবের মধ্যে রয়েছে, বিদেশে হাসপাতাল সেবার খরচ, মৃত্যুজনিত কভারেজ, স্থায়ী বা আংশিক অক্ষমতার কভারেজ, বিনামূল্যে টেলিমেডিসিন সেবা, ইনকাম লসের কভারেজ, মৃতদেহ দেশে ফেরত আনার ব্যবস্থা দাফন সেবা। এসব সুবিধা প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সুরক্ষা এবং মানসিক শান্তি নিশ্চিত করে তাদের সার্বিক ভালো থাকা নিশ্চিত করবে।

বিষয়ে বাংলা ট্র্যাক গ্রুপের গ্রুপ হেড অফ ইনোভেশন এম তানভীর সিদ্দিকি বলেন, ‘চুক্তিটি আমাদের প্রবাসীদের ক্ষমতায়নের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা এমন একটি সল্যুশন আনতে প্রতিশ্রুতিবদ্ধ যা তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সহায়তা করবে, যাতে তারা নির্বিঘ্নে কাজ করে তাদের উপার্জনে মনোনিবেশ করতে পারেন।

গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিম বলেন, ‘আমাদের লক্ষ্য সবসময় বিমাকে সহজলভ্য অর্থবহ করে তোলা। এই চুক্তির মাধ্যমে আমরা প্রবাসীদের চাহিদা পূরণে কাজ করব যাতে তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন সুরক্ষিত অনুভব করতে পারেন।

অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন আমি প্রবাসীর পক্ষে মো. শাজেদুল হক (চিফ টেকনোলজি অফিসার), আহসানুল হক (হেড অফ বিজনেস অপারেশনস), সায়েম আহমেদ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট) এবং মো. সাইফ-উল-আলম (কমিউনিকেশন লিড)

গার্ডিয়ান লাইফের পক্ষে উপস্থিত ছিলেন আব্দুল হালিম (এসভিপি এবং হেড অফ মাইক্রো ইন্স্যুরেন্স), মো. জালাল উদ্দিন (ম্যানেজার, মাইক্রো ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট), নওশিন নাহার হক (এভিপি, মাইক্রো ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট) এবং শা      রমিন আক্তার শাওন (বিজনেস রিলেশনশিপ ম্যানেজার, মাইক্রো ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট)

রেডিওটুডে নিউজ//আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের