রোববার,

০৪ জুন ২০২৩,

২০ জ্যৈষ্ঠ ১৪৩০

রোববার,

০৪ জুন ২০২৩,

২০ জ্যৈষ্ঠ ১৪৩০

Radio Today News
bangas biscuit

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক আ. লীগ নেতা নিহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:০৫, ২৪ মার্চ ২০২৩

Google News
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক আ. লীগ নেতা নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামি সাবেক উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ আনছার উদ্দিন নিহত হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) জুমার নামাজের পর নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানায়, শেখ আনছর উদ্দিন মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তার পথ রোধ করে তাকে তিনটি গুলি করে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই শেখ আনছার উদ্দিনের মৃত্যু হয়।

এ বিষয়ে খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, শুক্রবর দুপুরে জুমার নামাজের পর শেখ আনছার উদ্দিন শিরোমনির লিন্ডা ক্লিনিকের সামনে দিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও জানান, নিহত শেখ আনছার উদ্দিন দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হত্যা মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে নগরীর শিরোমনি এলাকায় বসবাস করতেন।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের