শুক্রবার,

২৫ অক্টোবর ২০২৪,

১০ কার্তিক ১৪৩১

শুক্রবার,

২৫ অক্টোবর ২০২৪,

১০ কার্তিক ১৪৩১

Radio Today News

ঢাকা-কক্সবাজার ট্রেনের টিকিট বিক্রি পেছালো

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৪, ২০ নভেম্বর ২০২৩

Google News
ঢাকা-কক্সবাজার ট্রেনের টিকিট বিক্রি পেছালো

প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেনের আগাম টিকিট বিক্রি পিছিয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে টিকিট বিক্রির কথা ছিলো।

জানা যায়, কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর থেকে। প্রথম দিন থেকে দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলবে এই রুটে। সে মোতাবেক ভাড়াও নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে ২১ নভেম্বর থেকে টিকিট বিক্রি শুরুর কথা জানিয়েছিল রেলওয়ে।

তবে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসিরউদ্দিন চৌধুরী জানান, প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় মঙ্গলবার থেকে টিকিট বিক্রি করা সম্ভব হচ্ছে না।

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের বাণিজ্যিক দূরত্ব ৫৩৫ কিলোমিটার। এ পথে ঢাকা থেকে শোভন চেয়ারের টিকিট ৫০০ টাকা, এসি চেয়ার (স্নিগ্ধা) ৯৬১ টাকা, প্রথম শ্রেণীর চেয়ার ৬৭০ টাকা, প্রথম শ্রেণীর বার্থ/সিট ১১৫০ টাকা এবং এসি বার্থের টিকিট এক হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের