বৃহস্পতিবার,

০২ মে ২০২৪,

১৯ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

০২ মে ২০২৪,

১৯ বৈশাখ ১৪৩১

Radio Today News

অবৈধভাবে আসা ৩৪২ মেট্রিক টন ভারতীয় চিনিসহ ১২ ট্রাক জব্দ, আটক ২৩

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১০, ১৯ এপ্রিল ২০২৪

Google News
অবৈধভাবে আসা ৩৪২ মেট্রিক টন ভারতীয় চিনিসহ ১২ ট্রাক জব্দ, আটক ২৩

পাবনায় অবৈধভাবে আসা ৩৪২ মেট্রিক টন ভারতীয় চিনিসহ ১২ ট্রাক জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ২৩ জনকে আটক করা হয়। জব্দ করা চিনির মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলার আমিনপুরের কাজিরহাট ফেরিঘাটে ট্রাকগুলো জব্দ করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী। 

পুলিশ সূত্র জানায়, ভারতীয় চিনিবোঝাই ট্রাকগুলো সিলেটের জৈন্তাপুর সীমান্ত হয়ে ঢুকে উত্তরবঙ্গে যাচ্ছিল। মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট ঘাট হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নিয়ে ১২ ট্রাকসহ ২৩ জনকে আটক করে ডিবি। এসব ট্রাকে ৩৪২ মেট্রিক টন চিনি আছে বলে জানা গেছে। 

আরেকটি সূত্র জানায়, জব্দ করা চিনির বিষয়টি দফারফা করার জন্য আলোচনা হয় বিভিন্ন মহলে। পরে সমাধান না হওয়ায় জানাজানি হয়।

এসপি আকবর আলী মুন্সী জানান, ভারতীয় চিনিবোঝাই ট্রাকগুলো আরিচা পার হয়ে পাবনার কাজিরহাট ঘাটে এলে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ আটক করে। এ সময় তারা মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে ১২ ট্রাক জব্দ ও ২৩ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্তের পর আরও বিস্তারিত জানানো হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের