তারের লিকেজ স্কচটেপ দিয়ে প্যাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী মৃত্যু

বৃহস্পতিবার,

৩০ অক্টোবর ২০২৫,

১৫ কার্তিক ১৪৩২

বৃহস্পতিবার,

৩০ অক্টোবর ২০২৫,

১৫ কার্তিক ১৪৩২

Radio Today News

তারের লিকেজ স্কচটেপ দিয়ে প্যাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৮, ২৩ জুন ২০২৪

আপডেট: ১২:৪৯, ২৩ জুন ২০২৪

Google News
তারের লিকেজ স্কচটেপ দিয়ে প্যাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী মৃত্যু

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই সঙ্গে স্বামী-স্ত্রী দু'জনের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের মান্নান মল্লিক কান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মান্নান মল্লিক কান্দি গ্রামের  মৃত নাজিমুদ্দিন মল্লিকের ছেলে আজিজুল মল্লিক (৫০) ও তার স্ত্রী নিলুফা বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বৈদ্যুতিক তারের লিকেজ স্কচটেপ দিয়ে প্যাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হন নিলুফা বেগম। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার স্বামীও বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা বিদ্যুতের সুইচ বন্ধ করে তাদের দু'জনকে উদ্ধার করে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

নিহত আজিজুলের চাচাতো ভাই বোরহান মল্লিক জানান, সন্ধ্যায় ভাবি পুরোনো তারের লিকেজে সারাতে গেলে বিদ্যুতায়িত হয়। পরে তাকে বাঁচাতে গিয়ে আজিজুলও বিদ্যুতায়িত হন। একই তথ্য জানিয়েছেন জাজিরা থানার ওসি হাফিজুর রহমান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের