শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

কিশোরগঞ্জে উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬:২৫, ১৬ নভেম্বর ২০২১

Google News
কিশোরগঞ্জে উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

কিশোরগঞ্জে সপ্তাহব্যাপী সফরের চতুর্থ দিনে স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে নিজ বাড়ি মিঠামইনের কামালপুর থেকে অলওয়েদার সড়কে হাওর উপজেলা ইটনায় যান তিনি। সেখানে স্থানীয় ডাকবাংলো মাঠে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি।

এরপর তিনি ইটনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন। এ সময় রাষ্ট্রপতি ইটনা উপজেলা পরিষদের উন্নয়ন, নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্র এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজের সম্প্রসারিত ভবন ও আশ্রয়কেন্দ্রসহ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। ইটনা যাওয়ার আগে রাষ্ট্রপতি মিঠামইনে পুরাতন কাচারি ঘর পরিদর্শন করেন।

রাষ্ট্রপতির সঙ্গে তার বড় ছেলে স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, রাষ্ট্রপতির সচিবরা এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে মিঠামইন উপজেলা সদরের হেলিপ্যাডে পৌঁছান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের