
বগুড়ায় পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ হয়েছে। গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শহরের রাজা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।
অভিযানে মোট ১ লাখ ১১ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকার বেশি। জব্দ হওয়া বিদেশি সিগারেটের মধ্যে রয়েছে—এস লাইট, এস গোল্ড, এক্সএসও ব্ল্যাক ফ্রুটস,টরিনো, মন্ড চকলেট, মন্ড সিলভার, মন্ড ন্যানো, অরিস ব্লু, অরিস পার্পল, অরিস ব্রাউন, প্লাটিনা, অরিস কিং সাইজ, ওমেগা প্লাটিনাম, ওমেগা ব্ল্যাক, এলিগেন্স, ন্যাপোলি, ম্যানচেস্টার কুইন, ৩০৩ এসএস ব্ল্যাক, ম্যানচেস্টার ন্যানো হোয়াইট, ম্যানচেস্টার ডাবল রেড ও আসোস রেড।
রাজা বাজার দীর্ঘদিন ধরেই পাইকারি সিগারেটের অন্যতম বাজার হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অভিযানে উত্তরবঙ্গের তিনটি বৃহত্তম বিদেশি সিগারেটের মজুদ কেন্দ্র ভেঙে দেওয়া সম্ভব হয়েছে।
অভিযান পরিচালনা করেছে বগুড়া জেলা পুলিশের ডিবি শাখা। ঘটনাটির বিষয়ে বিশেষ ক্ষমতা আইন ২৫ (বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জব্দকৃত সব বিদেশি সিগারেট ধ্বংসের প্রক্রিয়া চলছে।