শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

“বলেছিলাম খেলা হবে, সেই খেলা আজ ধলেশ্বরী নদীতে হয়েছে”

প্লাবন রাজু, নারায়ণঞ্জ

প্রকাশিত: ০৩:০৫, ২৯ ডিসেম্বর ২০২১

আপডেট: ০৭:৪৬, ২৯ ডিসেম্বর ২০২১

Google News
“বলেছিলাম খেলা হবে, সেই খেলা আজ ধলেশ্বরী নদীতে হয়েছে”

ছবি: রেডিও টুডে

স্বাধীনতার সুর্বণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে প্রথমবারের মতো নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে দেশের ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাংসদ এ কে এম শামীম ওসমান বলেন, “আমাদের স্লোগান ভাড়া করে নিয়ে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন পরগনায় ব্যাপক ব্যবহার হয়েছে। ছোট মানুষ বলেছিলাম খেলা হবে, সেই খেলা আজ ধলেশ্বরী নদীতে হয়েছে। আবার বলছি খেলা হবে।”

ভিডিও দেখতে ক্লিক করুন >>এখানে<< ভিডিও দেখতে ক্লিক করুন

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে ফতুল্লা ধর্মগঞ্জে ধলেশ্বরী নদীতে সদর উপজেলা প্রশাসন এ আয়োজনে ধলেশ্বরী নদীর ধর্মগঞ্জ ঘাট থেকে বক্তাবলী ডিগ্রীর চর পর্যন্ত প্রায় পাচঁ কিলোমিটার এলাকা জুড়ে নৌকা বাইচ প্রতিযোগিতা চলে। এতে আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ৮টি নৌকা অংশ নেয়। নদীর দুই তীরে দাড়িয়ে থেকে হাজার হাজার নারী পুরুষ নৌকা বাইচের আনন্দ, উচ্ছ্বাস উপভোগ করেন।

প্রতিযোগিতা প্রথম হয় এনায়েত নগর ইউনিয়ন পরিষদ, দ্বিতীয় কাশিপুর ইউনিয়ন পরিষদের নৌকা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা রিফাত ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা মহিলা সংস্থার সভাপতি ও শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপিসহ অনেকে।

শামীম ওসমান বলেন, বাংলার ঐতিহ্যবাহি হারিয়ে যাওয়া হাডুডু, নৌকাবাইচ সহ সকল গ্রামীন খেলাগুলো আমরা প্রতিবছর আয়োজন করবো। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখেতে পেয়ে খুশি স্থানীয় নারী ও পুরুষ। প্রতিযোগিতা দেখে আনন্দ প্রকাশ করেন তারা।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের