সাভারে চলন্ত বাসে আগুন

বুধবার,

১৯ নভেম্বর ২০২৫,

৪ অগ্রাহায়ণ ১৪৩২

বুধবার,

১৯ নভেম্বর ২০২৫,

৪ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

সাভারে চলন্ত বাসে আগুন

প্রকাশিত: ২২:৩৫, ১৮ নভেম্বর ২০২৫

Google News
সাভারে চলন্ত বাসে আগুন

ঢাকার সাভারের আশুলিয়া ডিইপিজেড এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে সিমা-শিমলা পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, আগুনে বাসটির পেছনের আসনগুলো সম্পূর্ণ পুড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পান চালক। বাসে তখন কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

বাসচালক চালক রেজাউল ইসলাম বলেন, বাসটি শ্রমিক পরিবহনের কাজে নিয়োজিত। শ্রমিক পরিবহনের জন্য বাসটি নিয়ে ডিইপিজেড এলাকায় যাচ্ছিলাম। হঠাৎ করেই বাসের পেছনের অংশে আগুন দেখতে পাই। সঙ্গে সঙ্গে বাস থামিয়ে আশপাশের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি।

তিনি আরও বলেন, পরে খবর পেয়ে আশুলিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

বাস মালিক মো. সেলিম গণমাধ্যমকে জানান, আমাদের গাড়ি ডিইপিজেড এলাকায় শ্রমিক অনা নেওয়ার কাজে ব্যবহৃত হয়। বেলা সাড়ে ৪টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে শ্রমিক নেওয়ার জন্য ডিইপিজেডে যাচ্ছিল। এ সময় আশুলিয়া থানা এলাকা পর হলে হঠাৎ বাসের পেছনে আগুন দেখেন চালক। পরে আমাকে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের