শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

ব্রাহ্মণবাড়িয়ায় পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত ৮০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩২, ২২ জুলাই ২০২১

Google News
ব্রাহ্মণবাড়িয়ায় পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত ৮০

ব্রাহ্মণবাড়িয়ায় কুরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে অন্তত ৮০ জন আহত হয়েছেন।

আজ বুধবার (২১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে ৫-৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ধীমান দেবনাথ জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত ৮০ জন জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছেন।

তিনি বলেন, তাদের কেউ গরু-মহিষ জবাই করতে গিয়ে শিংয়ের গুতো এবং লাথিতে আহত হয়েছেন। আবার অনেকে মাংস কাটতে গিয়ে অসাবধানতাবশত ছুরি দিয়ে হাত কেটেছেন। এদের মধ্যে ৫-৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।
 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের