ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। তবে বিপর্যয় সামলে দলের স্কোরবোর্ডে সম্মানজনক সংগ্রহ এনে দেন ধনঞ্জয়া ডি সিলভা।
দলের হাল ধরলেও মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরিটা পাননি। তার ৯১ বলে ৯১ রানের কল্যাণে ৯ উইকেটে ২৪১ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ইংলিশ পেসার স্যাম কুরানের তোপে পড়ে লঙ্কান বয়াটসম্যানরা।সেখান থেকে পঞ্চম উইকেটে ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে ৬৫ আর দাসুন শানাকার সঙ্গে ষষ্ঠ উইকেটে ৭৮ রানের দুটি জুটিতে দলকে লড়াইয়ে ফেরান ধনঞ্জয়া।
দলীয় ১৬৪ রানের মাথায় আউট হন ধনঞ্জয়াও। ১৩ বাউন্ডারিতে বল সমান ৯১ রান করে তিনি ফেরার পর হাল ধরে দলকে দুইশ পার করে দেন শানাকা। ৬৭ বলে ২ চার আর ১ ছক্কায় ৪৭ রানের ইনিংস বেরিয়ে আসে তার উইলো থেকে।
শেষের দিকে চামিথা করুনারত্নের ২১, বিনুরা ফার্নান্ডোর ১৭ আর দুশমন্ত চামিরার অপরাজিত ১৪ রানে ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৪১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল স্যাম কুরান ৪৮ রানে ৫টি উইকেট নেন। আরেক পেসার ডেভিড উইলি ৬৪ রান খরচ করে তুলে নেন ৪ উইকেট।

