বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই: ইরান

বৃহস্পতিবার,

১৫ জানুয়ারি ২০২৬,

২ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

১৫ জানুয়ারি ২০২৬,

২ মাঘ ১৪৩২

Radio Today News

বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৫, ১৫ জানুয়ারি ২০২৬

Google News
বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই: ইরান

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ফক্স নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার’-এ আরাগচি বলেন, ‘ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনাই নেই। বিষয়টি একেবারেই প্রশ্নের বাইরে।’ তিনি জোর দিয়ে বলেন, সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি।

তবে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস সোসাইটি জানায়, ইরানের কারাগারগুলোতে ফাঁসি কার্যকর হওয়া একটি প্রচলিত ঘটনা।

এদিকে, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করে, তাহলে যুক্তরাষ্ট্র ‘খুব শক্ত অবস্থান’ নেবে। যদিও তিনি এর বিস্তারিত ব্যাখ্যা দেননি। ট্রাম্প বলেন, ‘যদি তারা ফাঁসি দেয়, তাহলে আপনারা কিছু ঘটনা দেখতে পাবেন।’

বুধবার ট্রাম্প আরও জানান, ইরানে চলমান দমন-পীড়নে নিহতের সংখ্যা কমে আসছে বলে তাকে জানানো হয়েছে। তিনি বলেন, এই মুহূর্তে ব্যাপক আকারে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা রয়েছে বলে তিনি মনে করেন না।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের