চীনের ভিসা-মুক্ত নীতির ফলে দেশটির পূর্বাঞ্চলের চিয়াংসু প্রদেশের রাজধানী নানচিংয়ে ২০২৫ সালে ৮৪ হাজার বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন, যা ২০২৪ সালের তুলনায় ২১২ শতাংশ বেড়েছে। শনিবার এই তথ্য জানিয়েছে শহরের সীমান্ত পরিদর্শন স্টেশন।
স্টেশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে নানচিংয়ের বিমানবন্দরগুলোতে মোট ২০ হাজার ৩০০টি ফ্লাইট এবং প্রায় তিন মিলিয়ন যাত্রী আসা-যাওয়া করেছেন, যা আগের বছরের তুলনায় যথাক্রমে ২ দশমিক ৯ এবং ৪ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে।
শহরের পর্যটন বাড়াতে ২০২৫ সালে নানচিং থেকে প্যারিস, ব্যাংককসহ বিশ্বের বিভিন্ন শহরে নতুন ফ্লাইট চালু করা হয়েছে।
চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, ২৪০-ঘন্টা ভিসা-মুক্ত ট্রানজিট প্রোগ্রাম চালুর পর দেশে গেল বছর ৪০ দশমিক ৬ মিলিয়ন বিদেশি পর্যটক আগমন করেছে, যা আগের বছরের তুলনায় ২৭ দশমিক ২ শতাংশ বেশি।
রেডিওটুডে নিউজ/আনাম

