বুধবার,

১৬ জুলাই ২০২৫,

১ শ্রাবণ ১৪৩২

বুধবার,

১৬ জুলাই ২০২৫,

১ শ্রাবণ ১৪৩২

Radio Today News

সময় সবকিছু বলে দেয়, সবকিছু নির্ধারণ করে দেয়: অপু বিশ্বাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০২, ১৭ জুলাই ২০২৩

Google News
সময় সবকিছু বলে দেয়, সবকিছু নির্ধারণ করে দেয়: অপু বিশ্বাস

যুক্তরাষ্ট্রে শাকিব খান ও অপু বিশ্বাসের একসাথে ঘুরে বেড়ানো নিয়ে মন্তব্য করেছেন অপু বিশ্বাস। তিনি স্বীকার করে বলেছেন, তারা একসাথে ঘুরে বেড়িয়েছেন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের সন্তান জয়কে নিয়ে আমি ও শাকিব ম্যাকডোনাল্ডে গিয়েছিলাম। বের হওয়ার সময় সম্ভবত অন্য একটা গাড়ি থেকে ভিডিওটি করা হয়েছে। আমি ফেসবুকে দেখেছি। আমাদের দুজনকে ঘিরে ভক্তদের মন্তব্যও দেখছি। বেশির ভাগই তো ইতিবাচক। 

অপু বিশ্বাস বলেন, আমি মনে করি, ভক্তরা তারকাদের পরিবারের সদস্যের মতোই। ভক্তদের মতামতকে আমি ইতিবাচকভাবে দেখি। ভক্তরা প্রিয় তারকার যেকোনো বিষয় ভালো চান। আমি সব সময়ই ভক্তদের কথার প্রাধান্য দিই।

পুনরায় একসঙ্গে হওয়া নিয়ে অপু বলেন, পরিস্থিতি কখন কী হয়, সেটা হুট করে বলা মুশকিল। এখনই এ বিষয়ে মন্তব্য করতে চাই না। সময় সবকিছু বলে দেয়, সবকিছু নির্ধারণ করে দেয়। দেখা যাক কী হয়!

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের