শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

Radio Today News

যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা চাইলেন প্রধানমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৪, ১০ মে ২০২২

আপডেট: ০০:০৫, ১১ মে ২০২২

Google News
যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা চাইলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যবসায়িক দলের বৈঠকে এ আহবান জানান তিনি। এসময় মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা।

বৈঠক প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বিনিয়োগ নীতি সবচেয়ে উদার। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আইনও সংশোধন করা হয়েছে।'

এসময় বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যপ্রযুক্তি, মোবাইল ফোন এবং অটো মোবাইল, ওষুধসহ ১১টি খাতে বিনিয়োগের জন্য মার্কিন ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।

যুক্তরাষ্ট্রকে বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে দু'দেশের সম্পর্ককে আরো জোরদার করতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, সুবিধাজনক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি-এফটিএর বিষয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত বাংলাদেশ।

রেডিওটুডে নিউজ/আনাম/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের