মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

Radio Today News

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে রিকশা মিছিল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০২, ২৪ মে ২০২৪

Google News
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে রিকশা মিছিল

ঘুষ, দুর্নীতি ও লুটপাট বন্ধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ রিকশা শ্রমিকরা।

শুক্রবার বিকেলে রাজধানীর আরামবাগ থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি কাকরাইলের দিকে আসতে চাইলে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে আটকে দেয় পুলিশ।

এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে শ্রমিকরা বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে শ্রমজীবী মানুষরা খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছে।

এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানিয়ে তারা বলেন, সরকার সাধারণ মানুষের বাকস্বাধীনতার পাশাপাশি বেঁচে থাকার অধিকারটুকুও কেড়ে নিচ্ছে। আমরা রাজনীতি বুঝি না। আমরা দু'বেলা ডাল-ভাত খেয়ে বাঁচতে চাই। সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে আমাদের বেঁচে থাকার অধিকারও কেড়ে নেয়া হচ্ছে।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের