
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে নির্ধারিত এই সময়ের মধ্যে দেশে প্রবাসী আয় এসেছে দুই হাজার ৪৬৫ মিলিয়ন মার্কিন ডলার।
গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল দুই হাজার ১১৩ মিলিয়ন মার্কিন ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট সাত হাজার ৩৬৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ছয় হাজার ২৫১ মিলিয়ন মার্কিন ডলার।
রেডিওটুডে নিউজ/আনাম